নোটিশ
১. হজের জন্য সরাসরি ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে নিম্নলিখিত টেস্ট রিপোর্টসহ (বিগত তিন মাসের মধ্যে সম্পন্ন হলেও চলবে) আসতে হবে:
২. সেবা গ্রহীতার সংখ্যা অত্যাধিক হওয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে হজ সংক্রান্ত টেস্টের রিপোর্ট পেতে ন্যূনতম ৩ দিন প্রয়োজন হবে।
৩. সকল হজযাত্রীকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মেডিকেল ফর্ম প্রিন্ট করে আনতে হবে।
৪. হজ ভ্যাকসিনের কার্যক্রম চলাকালীন সময় বেসরকারি রোগীদের সকল টেস্ট বন্ধ থাকবে।
অনুরোধক্রমে
কর্তৃপক্ষ