Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২২

অন্তর্বিভাগ সেবা

(ক) বহির্বিভাগ হইতে আগত অথবা জরুরি বিভাগে গৃহীত রোগীদের যে-কোনো সময় আন্তঃবিভাগে ভর্তির জন্য খোলা থাকিবে এবং ভর্তিকৃত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হইবে;(খ) প্রয়োজনীয়সংখ্যক সহকারী নিবন্ধক (Assistant Register) অথবা চিকিৎসা কর্মকর্তা (Medical Officer) অথবা সেবিকা (Nurse) অথবা ব্রাদার, প্রকোষ্ঠকর্মী (Ward boy) অথবা আয়া ও পরিচ্ছন্নতাকর্মী কর্মরত থাকিবেন;

(গ) কোনো ভর্তিকৃত রোগীর অবস্থা সংকটাপন্ন হইলে অথবা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সহকারী নিবন্ধক (Assistant Register) তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অথবা সেবিকা (Nurse)-কে অবহিত করিবেন;

(ঘ) মজুত থাকা সাপেক্ষে বিনামূল্যে ভর্তিকৃত সরকারি কর্মচারী ও তাহার পরিবারের সদস্যকে ঔষধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী প্রদান করা হইবে; তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোনো ঔষধ অথবা উপকরণ মজুত না থাকিলে হাসপাতালের বাহির হইতে সেবা গ্রহীতাকে স্বীয় খরচে সংগ্রহ করিতে হইবে;

(ঙ) এই হাসপাতালে ভর্তিকৃত সরকারি কর্মচারী অথবা তাহার পরিবারের সদস্যগণকে প্যাথলজিক্যাল ও অন্যান্য পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হইবে এবং বেসরকারি রোগীদের এই সকল পরীক্ষা নির্ধারিত ফি-এর বিনিময়ে প্রদান করা হইবে;

(চ) বিদ্যমান সুবিধার পাশাপাশি নূতনভাবে চালুকৃত ব্যয়বহুল প্যাথলজিক্যাল অথবা রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ব্যবহারকারী (User) ফি প্রযোজ্য হইবে;

(ছ) মহিলা ওয়ার্ডে রাত্রে কোনো পুরুষ অবস্থান করিতে পারিবেন না;

(জ) একজন রোগীর সহিত কেবল একজন পরিচর্যাকারী অবস্থান করিতে পারিবেন;

(ঝ) শিশু ওয়ার্ডের ক্ষেত্রে রাত্রে শিশুর সহিত কেবল একজন মহিলা অবস্থান করিতে পারিবেন;

(ঞ) রোগী ভর্তির সময় ০১ (এক) টি পরিচর্যাকারী পাস গ্রহণ করিতে হইবে যাহা রোগীর হাসপাতাল ত্যাগের সময় ফেরত দিতে হইবে এবং দর্শনার্থীদের জন্য নির্ধারিত সময় ব্যতীত অন্য সময়ে রোগীর সহিত সাক্ষাৎ করিতে হইলে কর্তৃপক্ষের অথবা কর্তব্যরত চিকিৎসকের অনুমতি গ্রহণ করিতে হইবে;

(ট) কেবিন বরাদ্দের ক্ষেত্রে নবম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মচারী অগ্রাধিকার পাইবে;

(ঠ) ভি.আই.পি. কেবিন ‘ভি.আই.পি’. পদমর্যাদাধারিগণের জন্য সংরক্ষিত থাকিবে;

(ড) মানসিকভাবে অসুস্থ, প্রবীণ, শিশু ও মহিলা রোগী এবং জটিল রোগীদের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে কেবিন সুবিধার উল্লিখিত শর্ত শিথিলযোগ্য হইবে; তবে নির্ধারিত হারে কেবিন ভাড়া প্রযোজ্য হইবে; এবং

(ঢ) সরকারি কর্মচারী হাসপাতালে অন্য হাসপাতালের আইসিইউ হইতে রেফারকৃত কোনো সরকারি কর্মচারী অথবা তাহার পরিবারের সদস্যকে চিকিৎসাসুবিধা প্রদানে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হইবে।