Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের সম্পর্কে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি কর্মচারী হাসপাতালটি চিকিৎসা সেবায় এক অনন্য প্রতিষ্ঠান। হাসপাতালটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নগর ভবন, পুলিশ সদর দপ্তর এবং সুপ্রিম কোর্টসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও দপ্তরের নিকটস্থ ফুলবাড়িয়ায় অবস্থিত। এটি ১৯৭৮ সালে ৫০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল থেকে সরকারি কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হয়। ২০০০ সালে সমঝোতা স্মারকের মাধ্যমে হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ে হস্তান্তরিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ও তাঁদের পোষ্যদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে গত ৪ আগষ্ট, ২০১৩ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এ হাসপাতালকে সরকারি কর্মচারী হাসপাতাল নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়। বর্তমানে হাসপাতালটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ২৮ আগষ্ট, ২০১৩ তারিখে ১৫০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।

 

গত ১২ মার্চ, ২০১৯ তারিখে  একনেক সভায় ১৬ তলা ভবন নির্মাণসহ “সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প” প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান যা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হবে। এর ফলে নবসৃষ্ট ১৭৬২টিসহ মোট ১৯৯৯ জনবলের মাধ্যমে  বর্তমানের ১৭টির স্থলে ৩১টি বিভাগে চিকিৎসা সেবা চালু এবং রোগ নির্ণয়ের জন্য আধুনিক ও উন্নতমানের যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পের কাজ সমাপ্ত হলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।