Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২৩

টিকাদান কেন্দ্র

করোনার প্রভাবে টিকাদান ১০% কমেছে

 

 

টিকাদান কেন্দ্রের উদ্দেশ্য:

  • সকল প্রকার গর্ভবতী মা ও নবজাতক শিশুর টিকা ব্যবস্থাপনা সেবা নিশ্চিত করা।
  • গর্ভবতী মা ও নবজাতক শিশুর টিকা তথ্য সংরক্ষণ করা।
  • যথা সময়ে যথাযথ টিকা ব্যবস্থাপনার মাধ্যমে শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস করা।
     

শিশুদের টিকা

ক্রমিক

রোগের নাম

টিকার নাম

যক্ষ্মা

বিসিজি

পোলিও-মাইটিস

ওপিভি

১।ডিপথেরিয়া ২।হুপিংকাশি ৩।ধনুষ্টংকার ৪।হিমোফাইলাস বি ইনফ্লুঞ্জা ৫।হেপাটাসিস বি

পেন্টাভ্যালেন্ট টিকা

নিউমোকক্কাল নিঊমোনিয়া

পিসিভি

হাম ও রুবেলা

এম আর ভ্যাকসিন

ধনুষ্টংকার

টিটি

 

 

বিসিজি

রোগের নাম: যক্ষ্ম ।
টিকার ডোজ: ০.০৫ এম এল ।
ডোজের সংখ্যা: ১ ।
ডোজের মধ্যে বিরতি: নাই ।
টিকা দেয়ার সঠিক সময়: জন্মের পর পর ।
টিকাদানের স্থান: বাম বাহুর উপরের অংশে ।
টিকার প্রয়োগ পথ: চামড়ার মধ্যে।

 

ওপিভি

রোগের নাম: পোলিওমাইলাইটিস।
টিকার ডোজ: ২ ফোঁটা।
ডোজের সংখ্যা: ৩*
ডোজের মধ্যে বিরতি: ৪ সপ্তাহ।
টিকা দেয়ার সঠিক সময়: ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ।
টিকাদানের স্থান: মুখে।
টিকার প্রয়োগ পথ: মুখে।

 

 

 

পেন্টাভ্যালেন্ট

রোগের নাম: ডিফথেরিয়া, হুপিংকাশি, হেপাটাইটিস-বি,হিমোফাইলাস,ইনফুয়েঞ্জা-বি।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ৩ ।
ডোজের মধ্যে বিরতি: ৪ সপ্তাহ।
টিকা দেয়ার সঠিক সময়: ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ।
টিকাদানের স্থান: বাম উরুর, মধ্যভাগের, বহিরাংশে। টিকার প্রয়োগ পথঃ মাংসপেশী।

 

 

পিসিবি

রোগের নাম: নিউশমাকক্কাল, নিউমোনিয়া।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ৩
ডোজের মধ্যে বিরতি: ৪/৮ সপ্তাহ।
টিকা দেয়ার সঠিক সময়: ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৮ সপ্তাহ।
টিকাদানের স্থান: বাম উরুর, মধ্যভাগের, বহিরাংশে। টিকার প্রয়োগ পথঃ মাংসপেশী।

 

এমআর ভ্যাকসিন

রোগের নাম: হাম ও রুবেলা।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ১
ডোজের মধ্যে বিরতি: নাই।
টিকা দেয়ার সঠিক সময়: ৯ মাস র্পূণ হলে।
টিকাদানের স্থান: ডান উরুর, মধ্যভাগের, বহিরাংশে।
টিকার প্রয়োগ পথ: চামড়ার নিচে।

 

আইপিভি

রোগের নামঃ পোলিওমাইলাইটিস।
টিকার ডোজঃ ০.০৫ এম এল।
ডোজের সংখ্যাঃ ১
ডোজের মধ্যে বিরতিঃ নাই।
টিকা দেয়ার সঠিক সময়ঃ ১৪ সপ্তাহ।
টিকাদানের স্থানঃ ডান উরুর, মধ্যভাগের, বহিরাংশে।
টিকার প্রয়োগ পথঃ মাংসপেশী।

 

হামের

রোগের নাম: হাম।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ১
ডোজের মধ্যে বিরতি: নাই।
টিকা দেয়ার সঠিক সময়: ১৫ মাস র্পূণ হলে।
টিকাদানের স্থান: ডান উরুর, মধ্যভাগের, বহিরাংশে।
টিকার প্রয়োগ পথ: চামড়ার নিচে।

 

মায়েদের টিকা

টিটি

রোগের নাম: ধনুষ্টংকার।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ৫
ডোজের মধ্যে বিরতি: প্রথম ডোজের ২৮ দিন পর, ৬ মাস পর, ১ বছর পর, ১ বছর পর।
টিকা দেয়ার সঠিক সময়: ১৫ বছর র্পূণ হলে।
টিকাদানের স্থান: ডানউরুর, মধ্যভাগের, বহিরাংশে। টিকার প্রয়োগ পথঃ চামড়ার নিচে।

 

 

কিশোরীদের টিকা

টিটি

রোগের নাম: ধনুষ্টংকার।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ৫
ডোজের মধ্যে বিরতি: প্রথম ডোজের ২৮ দিন পর, ৬ মাস পর, ১ বছর পর, ১ বছর পর।
টিকা দেয়ার সঠিক সময়: ১৫ বছর র্পূণ হলে।
টিকাদানের স্থান: ডানউরুর, মধ্যভাগের, বহিরাংশে। টিকার প্রয়োগ পথঃ চামড়ার নিচে।

 

এমআর

রোগের নাম: হাম ও রুবেলা।
টিকার ডোজ: ০.০৫ এম এল।
ডোজের সংখ্যা: ১
ডোজের মধ্যে বিরতি: নাই।
টিকা দেয়ার সঠিক সময়: ৯ মাস র্পূণ হলে।
টিকাদানের স্থান: ডান উরুর, মধ্যভাগের, বহিরাংশে।
টিকার প্রয়োগ পথ: চামড়ার নিচে।